আজকাল ওয়েবডেস্ক: হংকংকে হারাতে পারলে ৪২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। 

ভিটামিন এম-এর টনিকেও কাজ হয়নি। অ্যাশলে ওয়েস্টউডের হংকং হারিয়ে দিয়ে যায় ভারতকে। 

এদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরে উজবেকিস্তানের ফুটবলাররা পেলেন দারুণ উপহার। 

কাতারকে ৩–০ গোলে হারিয়ে উজবেকরা বিশ্বকাপের মূলপর্বে পা রাখল। দেশের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ আগে ঘোষণা করেছিলেন প্রত্যেক খেলোয়াড়কে গাড়ি উপহার দেবেন। ফুটবলাররা নিজেদের কাজ করার পরে উজবেক প্রেসিডেন্টও প্রতিশ্রুতি রক্ষা করলেন। 

ভারত ও উজবেকিস্তানের ফুটবল দলের মধ্যে পার্থক্য এটাই।  উপহারের গাড়িগুলো মাঠে এনে সাজিয়ে রাখা হয়েছিল। 

গত সপ্তাহে বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করার পরে উজবেক কোচ তিমুর কাপাদজে বলেছিলেন, ''আমরা অনেক দূর এসেছি এবং দারুণ ফল পেয়েছি। আমরা আমাদের দেশের সব মানুষকে এবং প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় আমাদের সবার।''